স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরসভা নির্বাচন আর মাত্র ৭ দিন বাকী। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটযুদ্ধ চলছে জোরেশোরে। জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পাঠকের জন্য ধারাবাহিক ওয়ার্ড ভিত্তিক প্রতিবেদনে অংশ হিসেবে আজ ৭ নং ওয়ার্ড প্রকাশিত হল।
জগন্নাথপুর পৌরসভার প্রধান বাজার জগন্নাথপুর বাজারসহ সংলগ্ন ওয়ার্ড হচ্ছে ৭নং ওয়ার্ড। এ ওয়ার্ডে জগন্নাথপুর থানাসহ গুরুত্বপূর্ন সরকারি বেসরকারি স্থাপনা রয়েছে। যে কারণে ওয়ার্ডটি খুব গুরুত্বপূর্ন। এবার কাউন্সিলর পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। তবে এ ওয়ার্ডে এবার বর্তমান ও সাবেক কোন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধিতায় মাঠে নেই। যে তিন জন মাঠে রয়েছেন তারা সবাই নতুন মুখ। তারা হলেন,সাবেক জগন্নাথপুর বাজার সেক্রেটারী সুহেল আহমদ, ব্যবসায়ী খলিলুর রহমান ও তরুণ রাজনৈতিককর্মী জাকির হোসেন।
ইকড়ছই সিনিয়র মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ওয়ার্ডের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ওয়ার্ডের মোট ভোটার ৩৪০৭। এই ওয়ার্ডটি ইকড়ছই গ্রাম নিয়ে গঠিত। পৌরসভার১১টি কেন্দ্রের মধ্যে এ কেন্দ্রে সবচেয়ে বেশী ভোট। নির্বাচনী প্রতিদ্বন্ধী ৩ প্রার্থীর মধ্যে খলিলুর রহমান পেয়েছেন পাঞ্জাবি প্রতীক,জাকির হোসেন পেয়েছেন পানির বোতল ও সুহেল আহমদ পেয়েছেন উটপাখি। প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থী সমর্থকরা ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি দিচ্ছেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি। ওয়ার্ডের প্রধান বাজার জগন্নাথপুর বাজারে গভীর রাত পর্যন্ত চলে নির্বাচনী চায়ের আড্ডা। এ ওয়ার্ডের পুরুষ ভোটাররা সকাল থেকে গভীর রাত পর্যন্ত জগন্নাথপুর বাজারেই অবস্থান করেন। যে কারণে নির্বাচনী প্রচারনার মুল অংশ জগন্নাথপুর বাজারকে ঘীরে। বাজারের অনেক ব্যবসায়ী এ ওয়ার্ডের বাসিন্দা।
রির্টানিং অফিসারের কাছে দাখিলকৃত হলফনামা পর্যালোচনায় দেখা যায় কাউন্সিলর প্রার্থী সুহেল আহমেদ শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত তার বিরুদ্ধে কোন মামলা মোকদ্দমা নেই। পেশা কৃষি,
কৃষিখাতে আয় ১ লাখ টাকা নগদ টাকা ১৫হাজার, ব্যাংকে জমাটাকা আছে ৩০ হাজার টাকা, ইলেকট্রনিক সামগ্রী আছে ১টিভি,৩ ফ্যান, আসবাপত্র আছে ১টি পালং, ১টি সোকেস,১টি আলনা,২ চেয়ার,১টেবিল২, বাড়ির রয়েছে ২ শতক।
কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমানের বিরুদ্ধে ফৌজদারী কোন মামলা নেই। পেশা ব্যবসা ও শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত ব্যবসায় আয় ১ লাখ ৮০ হাজার টাকা। নগদ আছে ২০ হাজার টাকা ,ব্যাংকে জমা ৫ হাজার টাকা। ইলেকট্রনিক সামগ্রী আছে ১টি টিভি, ১টি ফ্রিজ ৩ ফ্যান। আসবাপত্র ১টি পালং ৬টি চেয়ার ১টি টেবিল জায়গা রয়েছে তিন শতক। অপর কাউন্সিলর প্রাথী জাকির হোসেন তার হলফনামায় উল্লেখ করেছেন তিনি স্বশিক্ষিত, কোন মামলা মোকদ্দমা নেই। পেশা কৃষি, ব্যবসায় আয় ৩ লাখ ৮৭ হাজার ৬৭০ টাকা। নগদ টাকা ১০ হাজার, ব্যাংকে জমা আছে ১০ হাজার, ইলেকট্রনিক সামগ্রী আছে ১টিভি ৩ ফ্যান, আসবাপত্র আছে ১ পালং,১ আলনা,১ সোকেস,২ চেযার ১ টেবিল রয়েছে। বাড়ি রয়েছে ৬ শতক।
নির্বাচনী প্রচারনা প্রসঙ্গে ৭নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, এ ওয়ার্ডে লড়াই হবে হাড্ডাহাড্ডি। নির্বাচনের দিন পর্যন্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। ৩জনই শক্তিশালী প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে। এলাকার ভোটারদের ধারনা ভোটযুদ্ধে কেউ কাউকে সহজে হারাতে পারবে না। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, তরুণ কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন উত্তর ইকড়ছই এলাকার একমাত্র প্রার্থী হিসেবে আঞ্চলিকতার ঐক্যমতে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এছাড়াও তারপক্ষে রয়েছে ব্যাপক প্রচারনা। সুহেল আহমদ সুচতুর প্রার্থী হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বার বার। এছাড়াও একজন উদ্যোমী তরুণ হিসেবে সবার সাথে সুসর্ম্পক রয়েছে। অপরদিকে খলিলুর রহমান দীর্ঘদিন ধরে জগন্নাথপুরে ব্যবসা করে আসছেন সুনামের সহিত। তার রয়েছে নিজস্ব ভোটব্যাংক। তাঁরপক্ষে পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম রিপন ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান প্রচারনায় রয়েছেন। তিন প্রার্থীই নির্বাচিত হলে উন্নয়ন করবেন বলে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এ ওয়ার্ডে মুলত ত্রিমুখি লড়াই জমে উঠেছে।
নির্বাচন প্রসঙ্গে খলিলুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, আমি আশা করি ওয়ার্ডবাসী আমাকে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিবেন। আমি নির্বাচিত হলে সবচেয়ে বেশী উন্নয়ন করতে পারব আমার ওয়ার্ডবাসীর জন্য। তাই আমি সবার কাছে পাঞ্জাবি প্রতীকে ভোট চাই।
অপরদিকে কাউন্সিলর প্রার্থী সুহেল আহমেদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, আমি দীর্ঘদিন ধরে ওয়ার্ডবাসীর পাশে থেকে প্রচারনা চালিয়ে যাচ্ছি। এলাকার মানুষের পাশে থেকে কাজ করছি। বাজারের সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছি। সব কিছু মিলিয়ে আশা করছি ওয়ার্ডবাসী আমাকে উটপাখি প্রতীকে ভোট দিয়ে তাদের উন্নয়ন কাজ করার সুযোগ দিবেন। তরুণ রাজনৈতিক কর্মী ও ব্যবসায়ী জাকির হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়ার্ডবাসীর সেবার মানসিকতা নিয়ে আমি প্রার্থী হয়েছি। ওয়ার্ডবাসীর ভালোবাসা নিয়ে পানির বোতল প্রতীকে ভোট প্রার্থণা করছি। নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্ঠা নিয়ে কাজ করে যাব। আশা করছি ওয়ার্ডবাসী আমাকে তাদের সেবা করার সুযোগ দিবেন।
Leave a Reply