জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, আমরা আগেই জানিয়েছি যে, এবার প্রথম বারের মত পৌরসভা নির্বাচন হচ্ছে দলীয়ভাবে। দলীয় প্রধানের স্বাক্ষর করা মনোনয়নপত্র দেয়া হচ্ছে প্রার্থীদের। এতে দলীয় প্রতীক ব্যবহার হচ্ছে। তাই এই নির্বাচনে কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তাকে আমাদের গঠনতন্ত্র অনুসারে দলের শৃংখলা ভঙ্গের জন্য সর্বোচ্চ শাস্তি দিয়ে বহিস্কার করা হবে।
পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কোন বিদ্রোহী প্রার্থী থাকবে না এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা সভানেত্রীর প্রতি এবং দলের প্রতি অনুগত। এ কারণে তারা দলের শৃংখলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হতে চাইবেন না।
সরকার এক তরফাভাবে পৌরসভা নির্বাচন করার ষড়যন্ত্র করছে- বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জানে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণেই হয়তো তারা কাল্পনিক অভিযোগ উত্থাপন করছে। যাতে নিজেদের দিকে সাধারণ মানুষ ও ভোটারদের কিছুটা সহানুভূতি বা অনুকম্পা পাওয়া যায়।