সুমিত বণিক:: দেশ জুড়েই পৌর নির্বাচন উপলক্ষ্যে এক উৎসব আমেজ বিরাজ করছে। আসন্ন পৌরসভা নির্বাচন প্রথমবারের মত দলীয় প্রতীকে হওয়ায় রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা যেনো পারস্পরিক প্রতিহিংসা বা প্রতিশোধপরায়ন মনোবৃত্তিতে পরিনত না হয় সে বিষয়ে সকল রাজনৈতিক দলগুলোকে আরো সজাগ থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশের শীর্ষ মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা ।
সম্প্রতি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল কর্তৃক প্রেরিত এক প্রেস বিবৃতিতে অ্যাডভোকেট সিগমা হুদা জানান, দলীয় প্রতীক নিয়ে ২০টি রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রায় সাত বছর পর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে শুধু নির্বাচন কমিশন নয় সরকার, রাজনৈতিক দল, প্রশাসন সহ সকল সংশ্লিস্ট মহলের ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন । তিনি আশা প্রকাশ করেন, বহুদলীয় গণতন্ত্রের নিরবচ্ছিন্ন চর্চার মাধ্যমেই কেবল সম্ভব স্থানীয় সরকারকে আরো কার্যকর ও গতিশীল করা ।