স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ছয় ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাত এই দণ্ড প্রদান করেন।
জানা যায়, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে এবং থানার একদল পুলিশের উপস্থিতি উপজেলা সদরের পৌরশহরের জগন্নাথপুর বাজারে ভ্রাম্যামান আদালত পরিচালিত হয়। অভিযানকালেমূল্য তালিকা না থাকায়, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও ট্রেড লাইসেন্স না থাকায় দায়ের ছয় ব্যবসায়ীকে ১৬ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা আদায় করা হয়েছে। এবং সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে আমরা ব্যবসায়ীদের সচেতনার জন্য বলেছি।
Leave a Reply