1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন জগন্নাথপুরের সন্তান সামী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন জগন্নাথপুরের সন্তান সামী

  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান মল্লিক আহসান উদ্দিন সামী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার রাষ্টৃপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার চৌকস ওই পুলিশ কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বর্তমান পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং জেলা বিএনপির সাবেক সহ—সভাপতি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর—শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেলের জ্যেষ্ঠ পুত্র মল্লিক আহসান উদ্দিন সামী ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি সুনামগঞ্জের দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসা থেকে আলিম ও দালিখ শেষ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করেন। এরপর ২৮ তম বিসিএস—এ উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ২০১০ সাল থেকে সহকারী পুলিশ সুপার পদে কর্মজীবন শুরু করেন। তাঁর স্ত্রী সৈয়দা সুমাইয়া ইফা পেশায় একজন চিকিৎসক।
দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে জগন্নাথপুরের কৃতি সন্তান মল্লিক আহসান উদ্দিন সামী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় নিজ উপজেলায় আত্মীয়—স্বজন ও বন্ধুমহলে আনন্দের ঝড় উঠেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল তিন ছেলে ও এক মেয়ের জনক। মেয়ে মল্লিক সাহিদা বেগম লিনা স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করছেন। পেশায় তিনি একজন শিক্ষিকা। দ্বিতীয় ছেলে মল্লিক শামসুদ্দিন জামী সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন এবং ছোট ছেলে মল্লিক ওয়াসি উদ্দিন তামী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন।
ছেলের এ অর্জনে অনুভূতি প্রকাশ করে সিনিয়ির আইনজীবী মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল বলেন, আমি আমার সন্তানদের সর্বদা সৎ পথে থেকে নিজের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনসহ মানবসেবার শিক্ষা দিয়ে যাচ্ছি। দীর্ঘ অপেক্ষার পর আমার ছেলের পদোন্নতি হয়েছে। আমি বিএনপি রাজনীতি করায় এতো দিন তাঁকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছিল। সবার কাছে আমার সন্তানদের জন্য দোয়া কামনা করছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com