স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টর উদ্ধোধন হয়েছে। রবিবার বিকেলে এ সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে
টুর্নামেন্টর উদ্ধোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো.কামরুল আহসান। উদ্বোধনী খেলায় জগন্নাথপুর থানা ফুটবল দল তাহিরপুর থানা ফুটবল দলকে ৩-১ গোলে পরাজিত করেছে। খেলায় জেলার ১২টি থানার ফুটবল দল অংশ নিয়েছে। আগামীকাল সুনামগঞ্জ সদর ও মধ্যনগর থানা ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্টিত হবে। জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও জগন্নাথপুর উপজেলা ফুটবল দলের অধিনায়ক দুদু মিয়া জানান,জগন্নাথপুর উপজেলা ফুটবল দল প্রত্যাশা অনুযায়ী ভাল খেলছে। আগামী খেলা ধর্মপাশা উপজেলার সাথে রয়েছে। তারা ধারাবাহিক সফলতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
জমকালো ফুটবল প্রতিযোগিতার আগে জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন খেলার প্রধান পৃষ্টােপষক পুলিশ সুপার মো. বরকত উল্লাাহ খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ। উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বলেন, সুনামগঞ্জ সংস্কৃতির রাজধানী। খেলাধুলা এই ঐতিহ্যরই অংশ। কিন্তু গ্রাম বাংলার প্রধাতম এই খেলা হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, বেশি খেলাধুলার চর্চা হলে যুব সমাজ মাদক সন্ত্রাস থেকে দূরে থাকবে।