স্টাপ রিপোর্টার-পুলিশ জনগণকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়,সেবাই পুলিশের ধর্ম এই ব্রতকে সামনে নিয়ে হাওর ও জলাভুমিতে পোণামাছ অবমুক্ত করে মাছে ভাতে বাঙ্গালী এই ঐতিহ্যকে সমুন্নত রাখতেই ওয়ার্ল্ড হেরিটেউজ অব রামসার সাইট মাদার ফিসারিজ টাঙ্গুয়ার হাওরে বাংলাদেশ পুলিশ বিভাগের নিজস্ব উদ্যোগে আজ পোণা মাছ অবমুক্ত করতে এসেছি। টাঙ্গুয়ার হাওরের পরিচিতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এই হাওরের গাছ, মাছ, জলাভুমি ও অতিথি পাখিদের রক্ষার মাধ্যমে জীব বৈচিত্র ধরে রাখতে হবে, এজন্য হাওর তীরবর্তী সাধারণ মানুষের সহযোগীতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার দেশের দি¦তীয় বৃহৎ সুন্দরবন খ্যাত টাঙ্গুয়ার হাওরে শুক্রবার দুপুরে সুনামগঞ্জ জেলা পুশিশের আয়োজনে বিভিন্ন প্রজাতির ৪’শ কেজি পোণা মাছ অবমুক্ত কারণ পরবর্তী প্রধান অতিথির বক্তব্য প্রধান কালে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান বিপিএম , বার ( প্রশাসন ও অপারেশন) উপরোক্ত কথা গুলো বলেন। এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, কনষ্ট্রাকসন এক্সপার্ট পিআরপি ইউএনডিপি মোসলেহ উদ্দীন আহমদ, পিআরপি ইউএনডিপির প্রকল্প পরিচালক মি. ভয়চেক কপ্রউইজ, এসএসপি সদর সার্কেল মো. আমিনুল ইসলাম সরকার, পিআরপি ইউএনডিপির জেন্ডার বিশেষজ্ঞ শামিমা বেগম, দৈনিক যুগান্তরের ষ্টাপ রিপোর্টার , পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটর উপ-পরিচালক হাবিব সরোয়ার আজাদ, তাহিরপুর থানার ইন্সপেক্টর (ওসি) মো. শহিদুল্লাহ , বিশ্বম্ভরপুর থানার ইন্সপেক্টর শহিদুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) মো.হানিফ, দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার প্রমুখ।