জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়ার গ্রামের উত্তরে গ্রোপরাপুরে পূবের মাঠে জুয়ার আসর ভাঙ্গতে গিয়ে পুলিশ জুয়ার আসর পন্ড করে দেয়ার দাবী করলেও পুলিশ চলে আসতেই আবারও জুয়ার আসরের বাতি জ্বলে উঠে। অভিযোগ উঠেছে পুলিশ মোটা অংকের উৎকোচ নিয়ে চলে আসতেই জুয়ার আসরের আয়োজকরা আবারও জুয়ার আসর শুরু করে। এলাকাবাসী জানান,সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় জগন্নাথপুর থানার এস.আই আব্দুল কাদির ঘটনাস্থলে গিয়ে জুয়ার আসরের জেনারেটার বন্ধ করে দেন। এসময় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে তিনি জুয়ার আসর বন্ধ করে দিয়েছেন বলে নিশ্চিত করেন। প্রত্যক্ষদশীরা জানান, পরে আয়োজকরা তাকে খাড়াউড়া গ্রামের জয়নুল মিয়া লন্ডনীর বাড়িতে নিয়ে যায়। সে বাড়িতে গিয়ে ৭০ হাজার টাকা উৎকোচ দিলে পুলিশ টাকা নিয়ে চলে আসে। পুলিশ চলে আসতেই আয়োজকরা আবারও জুয়ার আসর শুরু করেন। এলাকাবাসী জানায়, এলাকার কতিপয় যুবক বকুল মিয়ার নের্তৃত্বে মেলার নামে জুয়ার আসর বসানো হয়। এর আগেও বকুল মিয়া পুলিশকে ম্যানেজ করে ওই এলাকায় জুয়ার আসর বসিয়েছিল। এদিকে জুয়ার আসর থেকে টাকা নিয়ে পুলিশ চলে যাওয়ায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এবিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমি দেখছি।
Leave a Reply