রাকিল হোসেন নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির কনস্টেবল (নং৫৯৫) আব্দুল হাই ইন্তেকাল করেছেন।(ইন্নৃ..রাজেউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়ে ছিল ৫০বছর। পুলিশ সূত্রে জানা যায়,বুধবার তিনি জ্বরে আক্রান্ত হলে তাকে নবীগঞ্জ স্ভাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তার রক্তবমিসহ অবস্থার অবণতি হলে বিকেলে সিলেট ওসমানী মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধা ৭টায় তিনি মৃত্যু বরণ করেন। কনষ্টেবল আব্দুর হাইর বাড়ি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার সাল বাহার গ্রামে। মৃত্যুকালে তিনি ১ছেলে স্ত্রীসহ অনেক আত্বীয়স্বজন রেকে গেছেন। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির হাবিলদার আব্দুল হাফিজ মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তার মৃত দেহ হবিগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথম নামাজে জানাজা শেষে রাতেই লাশ নিয়ে তার দেশের বাড়ির উদ্ধেশ্যে রওয়ানা হবে। উলে¬খ্য,গত প্রায ৭ মাস পূর্বে কনষ্টেবল আব্দুল হাই ইনাতগঞ্জ ফাঁড়িতে যোগদান করেছিলেন। তার মৃত্যুতে পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।