জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভারতের মুম্বাই রাজ্যের মানখুশ এলাকার ২৫ বছর বয়সী যুবক নাদিম। চাকরি-বাকরি করতো না। প্রতিদিন মদ খেয় বউ পেটানো তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। মুখ বুজে স্বামীর নির্যাতন সহ্য করে যাচ্ছিলেন স্ত্রী।
কিন্তু নিয়মিত এমন অত্যাচার দেখে ধৈর্যের বাঁধ ভেঙে যায় নাদিমের ৪৫ বছর বয়সী মা আরোয়ারি ইদ্রিসির। এক পর্যায়ে পুত্রবধূকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে নিজ ছেলেকে খুন করার সিদ্ধান্ত নেন তিনি।
ঘটনার দিন রাতে প্রতিদিনের মতো ঘুমাতে যান নাদিম। এরপর ঘুমন্ত অবস্থায় নিজের ওড়নায় ফাঁস দিয়ে ছেলেকে হত্যা করেন আনোয়ারি। পরে নাদিমের স্ত্রী ঘরে এসে দেখেন, ছেলের লাশের সামনে বসে অঝোরে কাঁদছেন তিনি। রাতভর কান্নাকাটি করেন আনোয়ারি।
বুধবার রাতের ওই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ওই বৃদ্ধা মাকে গ্রেফতার করেছে পুলিশ।পুত্রবধূকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে ছেলেকে খুন করা ছাড়া কোনো বিকল্প ছিল না বলে জিজ্ঞাসাবাদ জানান তিনি। ছেলেকে খুনের দায়ে হয়তো শাস্তিও পাবেন ওই হতভাগা বৃ্দ্ধা। সূত্র: হিন্দুস্তান টাইমস।