জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন পিছানো হয়েছে। আগামী ৩ ডিসেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে সম্মেলনের।
আজ রোববার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের একাধিক সুত্র জানিয়েছে আগামী ৩ ডিসেম্বর পিছিয়ে ৮ ডিসেম্বর নির্ধারিত করা হয়েছে কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩ ডিসেম্বর নয়, ৮ ডিসেম্বর কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে জগন্নাথপুরের সব ক’টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করার লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠণের নির্দেশ দেয়া হয়। সেলক্ষ্যে কলকলিয়া ইউনিয়নসহ উপজেলার অধিকাংশ ইউনিয়নের ওয়ার্ডগুলোর কমিটি প্রায় সম্পন্ন যাওয়ায় ৩ ডিসেম্বের কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের ঘোষনা দেয় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ। তবে কী কারণে সম্মেলন পিছানো হয়েছে তা জানা যায়নি।