1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
পিএসজির ফ্রি-কিক নেবে না মেসি-নেইমার! - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্রব্যমূল্যের স্ফীতি ঘটলে বেতন বাড়বে আবার দ্রব্যমূল্য কমলে বেতন কমবে ১১ দিনে রেমিট্যান্স এলো ৭৩ কোটি ৬৬ লাখ ডলার জগন্নাথপুরে আদর্শ মহিলা কলেজের নতুন বছরের ক্যালেন্ডার উম্মোচন জগন্নাথপুরে কাজের কথা বলে আশ্রয়, অত:পর স্বর্নালঙ্কারসহ ৩০ লাখ টাকার মালামাল নিয়ে চস্পট জগন্নাথপুরে জয় বাংলা লেখার প্রতিবাদে মানববন্ধন মৌলভীবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : থানায় স্বামীর আত্মসমর্পণ শান্তিগঞ্জে হাওরে পড়েছিল যুবকের নাক-কান কাটা মরদেহ টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দেশে ফেরত পাঠানো উচিত: প্রধান উপদেষ্টা সম্পদ কাউকে অমর করে না ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান-ফখরুল-খসরু

পিএসজির ফ্রি-কিক নেবে না মেসি-নেইমার!

  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩৩১ Time View

স্পোর্টস ডেস্ক::

আগে এই দায়িত্বটা ছিল একা নেইমারের কাঁধে। পিএসজির ফ্রি কিক এলে ব্রাজিলিয়ান তারকার কাছেই চলে যেত বলটা। লিওনেল মেসি চলতি মৌসুমে দলে আসার পর নেইমারের সেই দায়িত্ব ভাগাভাগি হয়ে গেছে। কখনো মেসি, কখনো নেইমার, পিএসজি ফ্রি-কিক পেলে এভাবেই চলছে এখন।

তবে সে সময়ও শেষ হয়ে এলো বোধ হয়! তাদেরই পিএসজি সতীর্থ আশরাফ হাকিমি যে একের পর এক ফ্রি কিকে মাতিয়ে বেড়াচ্ছেন আফ্রিকান নেশন্স কাপ!

চলতি আফকনে হাকিমি খেলছেন তার দেশ মরক্কোর হয়ে। শেষ ষোলয় মালাউইয়ের বিপক্ষে ছিল দলটির ম্যাচ। সেই ম্যাচেই দারুণ এক ফ্রি-কিক নিয়ে বসেন হাকিমি। তার একমাত্র গোলেই মরক্কো নিশ্চিত করে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল।

টুর্নামেন্টে অবশ্য এটাই তার প্রথম ফ্রি কিক ছিল না। গ্রুপ পর্বে এর আগে তার দলের হয়ে গ্যাবনের বিপক্ষে করেছিলেন আরও এক ফ্রি-কিক গোল। এমন ফর্মে থাকা একজনকে ফ্রি-কিকে ব্যবহারের ভাবনাটা খেলে যেতেই পারে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোর মগজে।

তবে যিনি এমন সব ফ্রি-কিক গোল করছেন, তিনি কী ভাবছেন? তিনি ফ্রি-কিক পাবেন? কথা বলবেন? উত্তরে তিনি বললেন, ‘এটা (ফ্রি কিক নিতে পারা) কঠিনই হবে। তবে আমি লিও বা নেইমারের সঙ্গে কথা বলার চেষ্টা করব।’

হাকিমি অবশ্য পিএসজিতে একটা অন্তত সমর্থন পেয়ে যেতে পারেন। সেটা আক্রমণভাগে খোদ মেসি-নেইমারের সঙ্গী কিলিয়ান এমবাপের! সম্প্রতি মরক্কোর এক ম্যাচে হাকিমির ফ্রি-কিক দেখেছেন স্বচক্ষে, টুইটও করেছেন তাকে নিয়ে। লিখেছেন, ‘আশরাফ হাকিমি! বিশ্বসেরা রাইটব্যাক! শুভরাত্রি বন্ধুরা!’

বয়স মাত্র ২৩ হলেও তিনি ইতোমধ্যেই খেলে ফেলেছেন রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবে। পিএসজিতেও ইতোমধ্যেই বেশ নাম কুড়িয়ে ফেলেছেন তিনি। চলতি মৌসুমে ২৫ ম্যাচে তিন গোল করে ফেলেছেন তিনি।

পরের ম্যাচে অবশ্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে তার জন্য। তার দল মরক্কো আফকনের শেষ আটে আগামী রোববার মুখোমুখি হবে মোহামেদ সালাহর মিসরের।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com