Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পাশা জানালেন, ৩৬ মন্ত্রী-এমপি পরাজিত হবেন, মান্নান বললেন,ভয়ঙ্কর মিথ্যাচার

স্টাফ রিপোর্টার::

জোটের কারণে ৩৬ জন মন্ত্রী-এমপি নির্বাচনে পরাজিত হচ্ছেন বলে বক্তব্য দিয়েছেন সুনামগঞ্জ -৩ আসনের তৃণমূল বিএনপির দলীয় প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। পাশার এমন বক্তব্যের জবাবে তাঁর প্রতিন্দ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী বলেছেন, এটি ভয়ঙ্কর মিথ্যাচার,অপপ্রচার ও বিভ্রান্তিমূলক। এধরনের বক্তব্য বিধিসম্মত নয়। এটার বিচার হওয়া উচিত। তবে একথা যদিও আমার বলা সঠিক নয।

আজ সোমবার দুপুর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সঙ্গে নির্বাচনী সভা শেষে উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে স্থানীয় সাংবাদিকরা পরিকল্পনামন্ত্রীর কাছে তৃণমূল প্রার্থীর বক্তব্যে বিষয়ে জানতে চাইলে এমএ মান্নান এসব কথা বলেন।

আওয়ামী লীগের দলীয় প্রার্থী পরিকল্পামন্ত্রী বলেন, একজন প্রার্থী এমন অসত্য, অসুন্দর মিথ্যাা বলতে পারেন না। আমি নির্বাচনী আইনকে সম্মান করে আচারণ বিধি মেনে নির্বাচনী কাজ করছি। সবাইকে আইন মেনে চলা প্রয়োজন বলে আমি মনে করি।

গতকাল রোববার বিকেলে স্থানীয় পৌর পয়েন্টে এক নির্বাচনী পথসভায় সুনামগঞ্জ-৩ আসনের তৃণমূল বিএনপির দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছিলেন, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ অন্যসব দলের সঙ্গে আওয়ামী লীগের জোটের কারণে ৩৬ জন মন্ত্রী-এমপি নির্বাচনে পরাজিত হতে যাচ্ছেন। এর মধ্যে সুনামগঞ্জ-৩ আসনও (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আছে বলে ইঙ্গিত দেন। এই আসনে নৌকার ব্যাজ লাগিয়ে মানুষ তার সোনালী আঁশ প্রতীকে ভোট দেবেন। ফলে  নিশ্চিতভাবে জয়ী হবেন তিনি এমন দাবী করেন।
এবিষয়ে জানতে অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীর সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

প্রসঙ্গত,শাহীনুর পাশা চৌধুরী জমিয়তে উলামায়ে ইসলাম ছেড়ে তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। ২০০৫ সালে  এ আসন এমপি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ মৃত্যুবরণ করলে তাঁর শুন্য আসনে

উপনির্বাচনে চারদলীয় জোট প্রার্থী হিসেবে শাহীনুর পাশা চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক যুগ্ম সচিব এমএ মান্নানকে পরাজিত করে নির্বাচিত  হয়েছিলেন। ২০০৮ সালে ও ২০১৮ সালের  জাতীয় সংসদ নির্বাচনে শাহীনুর পাশা আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নিকট বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন।

এবারের দ্বাদশ নির্বাচনে এই আসনে অন্য দুই প্রার্থী হলেন জাতীয় পার্টির তৌফিক আলী ও বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) তালুকদার মকবুল হোসেন।

Exit mobile version