এনাম উদ্দিন:: পাল্লেকেলে সফরকারী অজিদের বিপক্ষে টস জিতে ব্যাটিং এ নামা অনভিজ্ঞ শ্রীলংকা মাত্র ৩৪.২ বলে ১১৭ ঘুটিয়ে যায় তাদের ইনিংস। এ দিন শ্রীলংকানদের হয়ে অভিষেক ২ জন ক্রিকেটারের, অভিষেক টেস্টে শ্রীলংকানদের হয়ে সর্বোচ্চ রান আসে অলরাউন্ডার ধনঞ্জয়া এর ব্যাট থেকে। অজিদের হয়ে ৩ টি উইকেট নেন হেয়জেলউড ও লায়ন আর ২ টা করে উইকেট নেন স্টার্ক ও ও’কিফ। ১১৭ রানের জবাবে ব্যাট করতে নেমে অজিদের ২ ওপেনার বার্নস ও ওয়ার্নার ৩.৪ ওভারে ৭ রানে সাজ করে ফিরলে ও অজিদের ব্যাটিং ভরসা অধিনায়ক স্মিথ ও উসমান খাজা এখন ও ঠিকে আছেন। বৃষ্টির জন্য অজিরা ২০ ওভার ব্যাট করে আর ব্যাট করতে পারেন নাই। মাঠের যে অবস্থা কি জানি আজ অজিদের জন্য কি অপেক্ষা করতেছে? শ্রীলঙ্কা ১ম দিন/ ১ম ইনিংস: ৩৪.২ ওভারে ১১৭ (করুনারত্নে ৫, কৌশল ৪, মেন্ডিস ৮, চান্দিমাল ১৫, ম্যাথিউস ১৫, ধনঞ্জয়া ২৪, কুশল ২০, দিলরুয়ান ০, হেরাথ ৯, সান্দাকান ১৯*, প্রদিপ ১; স্টার্ক ২/৫১, হেইজেলউড ৩/২১, ও’কিফ ২/৩২, লায়ন ৩/১২)।
অস্ট্রেলিয়া ১ম/১ম ইনিংস: ২০ ওভারে ৬৬/২ (বার্নস ৩, ওয়ার্নার ০, খাওয়াজা ২৫*, স্মিথ ২৮*; প্রদিপ ১/৩, হেরাথ ১/১৫, দিলরুয়ান ০/১৯, সান্দাকান ০/১৩, ম্যাথিউস ০/৬)।