Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পার্লামেন্টে যৌন হেনস্তার শিকার অস্ট্রেলীয় আইনপ্রণেতা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে যৌন হেনস্তার শিকার হয়েছেন একজন নারী আইনপ্রণেতা। বৃহস্পতিবার আইনপ্রণেতা লিডিয়া থর্প এ বিষয়ে বিস্তারিত অভিযোগ সামনে এনেছেন।
নারীদের কাজ করার জন্য অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ‘নিরাপদ জায়গা নয়’ বলেও মন্তব্য করেছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের
সিনেটে কান্নাজড়িত কণ্ঠে এক ভাষণে লিডিয়া বলেছেন, তিনি ‘যৌন মন্তব্যর’ শিকার হয়েছেন।

তাকে সিঁড়িতে কোণঠাসা করা হয়েছিল এবং ‘প্রভাবশালী পুরুষ আইনপ্রণেতারা’ তাকে ‘অন্যায্যভাবে শারীরিক স্পর্শ করেছিল’।

লিডিয়া থর্প বুধবার তার সহকর্মী এক সিনেটরের বিরুদ্ধে ‘যৌন নিপীড়ন’ করার অভিযোগ করেন। পরে পার্লামেন্টের নিষেধাজ্ঞার হুমকির মুখে অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হন লিডিয়া।

Exit mobile version