স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরের নদ-নদী, খাল-বিল খননের দাবী উঠেছে।
রোববার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা এ দাবী করেন বক্তারা।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব ভুঁইয়া,
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা পল্লী উন্নয়ন সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়া, ইমাম নিজাম উদ্দিন জালালী, সমাজকর্মী বিশ্বজিৎ রায়, আলেয়া বেগম প্রমুখ। এরপূর্বে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে জগন্নাথপুরের নলজুর, কুশিয়ারাসহ বিভিন্ন নদ-নদী, খাল-বিল শুকিয়ে পানি শুণ্যতা দেখা দিয়েছে। দ্রুত খনন করে জগন্নাথপুরের বোরোফসলসহ পানির তীব্র সংকট দুরকরণের
আহবান জানিয়েছি আমরা।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুরের নদ-নদীগুলো খননের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আমরা লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।