জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী পাঠাবলীর মেলায় জুয়ার আসরের অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। জগন্নাথপুর থানার ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রাতে মেলা তছনছ করে দেয়। এলাকাবাসী জানান, হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রতি বছর ওই দিনে পাঠাবলীর মেলার আয়োজন করতেন । এসুয়োগকে কাজে লাগিয়ে একটি মহল অসামাজিক কাজের পায়তারা চালায়। যার জের ধরে পাঠাবলীর মেলায় জুয়ার আসর বসানো হচ্ছে এমন অভিযোগে পুলিশ অভিযান চালায়। মেলা আয়োজকদের একজন জানান, হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্য হিসেবে প্রতি বছরের ন্যায় আজ রোববার পাঠাবলীর মেলা অনুষ্ঠিত হবে। যাকে কেন্দ্র করে কিছু দোকান পাঠ এসে বসেছিল। কোন ধরনের গান বাজনা ও জুয়ার আসর না থাকলেও পুলিশ এসে তা গুড়িয়ে দেয়। তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের লোকজন পুজা অচর্নার পাশাপাশি পাঠাবলী দিয়ে মানসা দেন। দেশ বিদেশের ভক্তরা এসে ওই দিন পাঠাবলী দিয়ে তাদের মাসা পূরন করেন্। তাই এদিনকে কেন্দ্র করে বসে মেলা। পুলিশ অভিযানে রাতে মেলা পন্ড হয়ে যায়।
জগন্নাথপুর থানার ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, পাঠাবলীর মেলার নামে জুয়ার আসর বসানো হচ্ছে এমন সংবাদ পেয়ে আমরা অভিযান চালাই। জুয়ার আসরের না পাওয়া গেলেও যাতে কোন ধরনের জুয়ার আসর বসতে না পারে সেজন্য তা বন্ধ করে দেই। তিনি বলেন, পাঠাবলীর মেলার নামে কোন ধরনের জুয়ার আসর যাতে না বসে পুলিশ তৎপর রয়েছে।