মোঃ আকবর আলী পাটলী থেকে::জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের পূর্বপাশে ইউ,পির নিজস্ব ভূমিতে ইউ,পি মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সিরাজুল হক। শুক্রবার সকালে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যানের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ণ পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, ইউ,পি সদস্য জসিম উদ্দিন ফারুক,মোঃমুহিবুর রহমান মুহিব,মোছাঃআমিরুন নেছা,ইউ,পি সচিব মোঃ তোফাজ্জল হোসেন ও উদ্যোক্তা-মোঃ আকবর আলী। এসময় এলাকার বিশিষ্ট গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রায় ৫০ লাখ টাকা ব্যায়ে ২১টি কক্ষ বিশিষ্ট ইউনিয়ন পরিষদ মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক বলেন,ইউনিয়ণ পরিষদ স্থানীয় সরকারের তৃণমুলের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করতে নিজস্ব আয় বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছি। তিনি বলেন,আগামী ৬ মাসের মধ্যে মার্কেটের কাজ শেষ করে ব্যবসায়ীদের মধ্যে চাবি তুলে দেয়া হবে।
Leave a Reply