পাটলী ইউনিয়ন প্রতিনিধি:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের যুবকদের নিয়ে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন করা হয়েছে। পাটলী ইউনিয়ন ইয়াং সোসাইটি নামের এই সংগঠনে আহ্বায়ক কমিটিতে আহবায়ক করা হয়েছে পাটলী মিনাজপুর গ্রামের এস,এম আকবর আলীকে ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে যথাক্রমে যুগ্ন আহবায়ক-শেখ জুবায়ের আহমদ আনহার-ক্ষেত্রপাশা,আব্দুল বাছিত মারুফ-খুঞ্জন পুর,শামসুল হক-কামিনিপুর,সুমন মিয়া-মোহাম্মদপুর,বাবলু মিয়া-ইসলামপুর, তাহেল মিয়া-লোহারগাও,জমির হোসেন-শ্বাসন,হুমায়ুন রশীদ-সুলেমানপুর,জাহির আলী-ডালার পার,জাহাঙ্গীর আহমেদ-মইজপুর,মারুফ রানা-পাটলী ,জসিম মিয়া-লাউতলা,বজলুর রহমান-সেরা মোহাম্মদ পুর,ইয়াকুব মিয়া-সাচায়ানী,সাজিদ মিয়া-পাটলী চক ।
সদস্যবৃন্দরা হলেন,মোঃটিপু মিয়া ,রাহিম উদ্দিন,রুকন মিয়া,রাফু মিয়া,.নজরুল ইসলাম,.গিয়াস উদ্দিন সাজী,মাছুম মিয়া,আবু রায়হান,সাহেল মিয়া,রায়হান মিয়া,আব্দুল বাছিত,শিব্বির মিয়া,শামীম মিয়া,খয়ার মিয়া,মাসুম আহমেদ। সভায় সর্বসন্মতিক্রমে পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক কে প্রধান পৃষ্টপোষক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্ঠা পরিষদ গঠন করা হয়।