স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার (৮৭) আর নেই। আজ সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ৬ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য আত্বূীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা বেলা ২ টা ১৫ মিনিটের সময় রসুলগঞ্জ সিনিয়র মাদ্রাসা মাঠে জানাযার নামাজ হওয়ার কথা রয়েছে। বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব সমাজসেবী জমশেদ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা,বিজন কুমার দেববর্তমান ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম,পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত,সাধারণ সম্পাদক তাহা আহমেদ প্রমুখ