সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার পাটলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জমশেদ মিয়া ও সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির স্বাক্ষরিত আবদুল মতিন কে সভাপতি ইউপি সদস্য
সায়েদুর রহমান কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে গঠন উপলক্ষে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহ সুফি মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জমশেদ মিয়া ও সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছিরসহ ইউনিয়ন, উপজেলা যুবলীগের সহসভাপতি এম ফজরুল ইসলামসহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য দেন।