জগন্নাথপুর২৪ ডেস্ক:: পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। আজ দেশটিতে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এদিন সকালেই ওই শহরে একটি পুলিশ ভ্যানকে টার্গেট করে এ হামলা চালানো হয় বলে খবর দিয়েছে জিও টিভি। এতে বলা হয়, কোয়েটার ইস্টার্ন বাইপাসের কাছে ওই সন্দেহজনক আত্মঘাতী হামলা চালায়। এতে নিহতের পাশাপাশি কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
বিভিন্ন সূত্র বলছে, নিহতদের মধ্যে তিনজন পুলিশ ও দু’জন সংখ্যালঘু রয়েছেন। পুলিশের এক মুখপাত্র বলেছেন, হামলাকারী একটি ভোটকেন্দ্রের ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দেয়ার চেষ্টা করেন। তখনই হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।
Leave a Reply