পাইলগাঁও ইউনিয়ন প্রতিনিধি:: বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলার ৯ নং পাইলগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নিরব হাসান আমিনকে সভাপতি ও তানিম আহমদ সানিকে সাধারণ সম্পাদক করে পাইলগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্রলীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সোমবার ওয়ার্ড ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল।পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক তানভীর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মোঃ রুমেন মিয়া, সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুদু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, ছাত্রলীগ নেতা সিতু মিয়া, শাহান আহমদ, শাওন হাজারী, তানভীর আলম পিয়াস, মিঠুন দেব, রাশিদ আহমদ চৌধুরী মুরাদ, পৌর ছাত্রলীগ নেতা আজিজুল হক সুমন, ছায়াদ আহমদ,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক রুনু মিয়া, ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহবায়ক শহীদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাইফুর রহমান সোহাগ, ইসমাইল হোসেন, জাকির আহমদ, রাজন আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুন্না মিয়া, ওয়ার্ড ছাত্রলীগ নেতা রেজাউল করিম জুয়েল, মাহমুদুল হাসান, রাসেল মিয়া প্রমূখ।