স্টাফ রির্পোটার : নব বছরের পহেলা বৈশাখ উপলক্ষে আজ মঙ্গলবার জগন্নাথপুর পৌরশহরে শোভাযাত্রা অনুষ্টিত হয়। সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে অংশ নেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম, জন স্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, প্রেসক্লাব সভাপতি শংকর রায়,পৌরকাউন্সিলর গিয়াস উদ্দিন প্রমুখ। এর আগে সকাল ১০টায় জগন্নাথপুর আর্ট স্কুল, উপজেলা ও পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে শহরে র্যালী অনুষ্টিত হয়।
Leave a Reply