জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে গোপন ক্যামেরা পর্নোগ্রাফি। প্রতিবছর দক্ষিণ কোরিয়ার বিভিন্ন জায়গায় গোপন ক্যামেরায় ধারণ করা কয়েক হাজার পর্নো ভিডিও অনলাইনে প্রকাশ হয়।
কিন্তু এর বিরুদ্ধে সাউথ কোরিয়া পুলিশের নতুন ভূমিকা এবার হয়তো অনলাইনে এসব ভিডিওর খোঁজ করা লোকদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে।
সংবাদ সংস্থা বিবিসির একটি ভিডিওতে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার পুলিশ ‘গোপন ক্যামেরা পর্নোগ্রাফি’ নামে ভিডিও তৈরি করে বিভিন্ন পর্নোসাইটে ছেড়ে দিচ্ছে। বিষয়টি না জেনেই অসংখ্য লোক এগুলো ডাউনলোড করছে। কিন্তু তারা এগুলো দেখতে গিয়ে ভয় পাচ্ছে। সেখানে তাদের জন্য কিছু ইতিবাচক বার্তাও দিচ্ছে পুলিশ। যেমন পুলিশের বার্তার মধ্যে রয়েছে, ‘কোন নারীকে আত্মহত্যার পথে ঠেলে দেয়া ব্যক্তিদের মধ্যে আপনিও রয়েছেন। ‘
এছাড়া ওইসব সাইট পুলিশ পর্যবেক্ষণ করছে বলেও লেখা দেখানো হচ্ছে।