Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার-
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির সাথে দেখা করে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। আজ শনিবার রাজধানীতে পরিকল্পনা মন্ত্রীর দপ্তরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবগঠিত জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত সাধারণ সম্পাদক তাহা আহমেদ এর নেতৃত্বে ছাত্রলীগের উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এসময় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান জুয়েল, ওবাইদুল হক জাবেদ,মিটন দেব,সাইদুর রহমান পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, বদরুল ইসলাম রনি,বাহার আহমেদ, মিজু সুলতান শাকিল, সাংগঠনিক সম্পাদক কল্যাণ কান্তি দে, রুহেল আহমেদ, সৈয়দ মমসাদ আহমেদ, নিজাম উদ্দিন, জুয়েল হোসেন উপস্থিত ছিলেন।


পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাওয়ার আহ্বান জানান। এসময় ছাত্রলীগ নেতারা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর উন্নয়ন কর্মযজ্ঞের সারথি হয়ে কর্মী হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Exit mobile version