Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কে হাওর রত্ন উপাধিতে ভূষিত

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন উপলক্ষে অনুষ্ঠিত মহাসমাবেশের উপস্থিত জনতাকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে ‘হাওররত্ন সম্বোধন করে এখন থেকে এই অভিধায় সম্বোধন করার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার। এসময় স্টেডিয়াম ভর্তি জনতা হাততালি দিয়ে এই সম্বোধনের প্রতি সম্মতি প্রকাশ করেন। তারা এমএ মান্নানের নামে নানা স্লোগান দিয়ে তাকে ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এডভোকোট শামীমা শাহরিয়ার এমপি বলেন, এমএ মান্নান একজন সৎ ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে সারাদেশব্যাপী পরিচিত। এখন তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আমাদের হাওরের উন্নয়নে মাইলফলক কাজ করে যাচ্ছেন। আমাদের উচিত তাকে সম্মান জানানো। আজ থেকে তিনি আমাদের হাওররত্ন।
উল্লেখ্য কিছুদিন ধরে এলাকাবাসী এমএ মান্নানকে হাওররত্ন হিসেবে সম্বোধন করছেন।

Exit mobile version