জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির প্রচেষ্টায় দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় ভবন পাচ্ছে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে ৪টি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হতে ‘হাওরের শিক্ষা অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ২টি ভবন অনুমোদন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানে ৬টি ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ কোটি টাকার মতো। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা চূরখাই উচ্চ বিদ্যালয়, ঈশাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় এবং সলফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় এবং সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে একটি করে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। যা বন্যার সময় বন্যার্তদের আশ্রয়ের পাশাপাশি বিদ্যালয়ে পাঠদানে সহায়ক হবে। সুনামগঞ্জ-৩ আসনে শিক্ষা ক্ষেত্রে এমন উন্নয়নের জন্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিকে সাধুবাদ জানিয়েছেন দুই উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া জানান, আগামী ৫ সেপ্টেম্বর দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। বাকিগুলোও মাসখানেকের মধ্যে যথাযথ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হবে।
পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন বলেন, দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর আসনে আওয়ামী লীগ সরকার অজ¯্র উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে। রাস্তাঘাট, ব্রীজ, বিদ্যুৎ, শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যা ইতোপূর্বে কেউ করেনি।