Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পরিকল্পনামন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতায় জগন্নাথপুরের ডাকবাংলো সেতু সহ ৯টি সেতু অনুমোদন

নিজস্ব প্রতিবেদক-সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের উন্নয়নের ধারাবাহিকতায় ডাক বাংলো সেতুসহ ৯টি সেতু ও কালভার্টের অনুমোদন করা হয়েছে। এতে ৩২ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।

একনেকে অনুমোদনের পর গত ১২ সেপ্টেম্বর প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগকল্পে উন্নয়ন প্রকল্পগুলোর দাপ্তরিক কাজ শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, অক্টোবরের মধ্যে সয়েল টেস্ট,নকশার কাজ শেষ করে টেন্ডারের মাধ্যমে দ্রুত কাজ শুরু করা হবে।
অনুমোদনপ্রাপ্ত সেতু ও কালভার্টগুলো হলো জগন্নাথপুর উপজেলা সদরের ডাক বাংলা সেতু, সৈয়দপুর-সোনাতনপুর সড়কের বুধরাইল সেতু, শিবগঞ্জ-রানীগঞ্জ সড়কের গোপাইখালি সেতু, জগন্নাথপুর-বেগমপুর সড়কের ঘোষগাঁও সেতু, কলকলিয়া জগদীশপুর সেতু, দিরাই-কলকলিয়া সড়কের জগন্নাথপুর অংশে দু’টি কালভার্ট, কেশবপুর-রসুলগঞ্জ ভায়া এরালিয়া সড়কের লাউতলা গ্রামের কালভার্ট ও জগন্নাথপুর-চিলাউড়া সড়কের রসুলপুর গ্রামের কালভার্ট।
সেতু ও কালভার্টগুলো অনুমোদন হওয়ায় উপজেলার লোকজন বেজায় খুশি। গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন পরিকল্পনা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

 

Exit mobile version