Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানাতে সুনামগঞ্জের উন্নয়ন নিয়ে স্মরণকালের বৃহৎ সমাবেশের আয়োজন প্রস্তুত জেলাবাসী

বিশেষ প্রতিনিধি- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন লাভ করায় আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জের ইতিহাসে স্মরণকালের বৃহৎ সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শেষ সীমানা মনবেগ থেকে দলীয় নেতাকর্মীরা পরিকল্পনামন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে সুনামগঞ্জের আব্দুজ জহুর ব্রীজ সংলগ্ন পশ্চিমের মাঠে সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা বিষয়ক সুধী সমাবেশেস্হলে নিয়ে যাবেন।সুনামগঞ্জ জেলা পরিষদ ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত এ সুধী সমাবেশ সফল করতে ব্যপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে পরিকল্পনা মন্ত্রী কে অভিনন্দন জানাতে উদ্যাগ নেওয়া হয়েছে। জেলা শহরের বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন ছাড়াও ছাতক,দোয়ারাবাজার,দিরাই,শাল্লা,তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর সহ জেলার সবকটি উপজেলা থেকে হাজারো মানুষ সুধী সমাবেশে যোগ দিবে। সুধী সমাবেশ কে ঘীরে চারিদিকে সাজ সাজ রব বইছে। অগ্রসর সুনামগঞ্জের স্বপ্নদ্রষ্টা সুনামগঞ্জের উন্নয়নের রুপকার সদ্য করোনাজয়ী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর এ আগমন কে ঘীরে সুনামগঞ্জের উন্নয়ন নিয়ে এক অন্য রকম বাতাস বইছে।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে জানান,সুনামগঞ্জের উন্নয়নের রুপকার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কে স্বাগত জানাতে সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের নেতৃত্বে আমরা স্মরণকালের বৃহৎ সুধী সমাবেশের প্রস্তুতি গ্রহণ করেছি। এসভা সুনামগঞ্জের উন্নয়ন ইতিহাসে মাইলফলক হিসেবে থাকবে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন বলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের হাত ধরে সুনামগঞ্জের উন্নয়নে স্বর্নযুগ চলছে। আমরা সুনামগঞ্জের উন্নয়নের রুপকার পরিকল্পনা মন্ত্রী কে অভিনন্দন জানাতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ সীমানা মনবেগে বরণ করব।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়নে র মাধ্যমে উন্নয়নের জন্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অবিস্মরণীয় হয়ে থাকবেন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জানান,সুনামগঞ্জের উন্নয়ন নিয়ে সুধী সমাবেশ সফল করতে পরিকল্পনা মন্ত্রীর সমাবেশে যোগ দিতে আমরা প্রস্তুত।
সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর নেতৃত্বে এখন সুনামগঞ্জের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। আমরা সুনামগঞ্জের উন্নয়ন কে আরো এগিয়ে নিতে সুনামগঞ্জের উন্নয়ন নিয়ে সুধী সমাবেশের আয়োজন করেছি। এসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কে অভিনন্দন জানাব।

Exit mobile version