ধর্মপাশা প্রতিনিধি::
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে পরাজিত হওয়ার পরও এক প্রার্থীর নাম গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে। এমন খবর শুনে মাথায় বাজ পড়ার মতো অবস্থা বেসরকারিভাবে বিজয়ী প্রার্থী টিটু মিয়ার। তবে এ ভুলের দায় স্বীকার করেছেন নির্বাচনের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা রুবেল মিয়া।
গত ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেলবরষ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দিন ভোট গণনা শেষে প্রার্থীদের এজেন্টের কাছে ফলাফলের তালিকা দেওয়া হয়। সেই ফলাফল মোতাবেক ফুটবল প্রতীকে টিটু মিয়া ৬৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। পরে রাতে উপজেলা পরিষদ গণমিলনায়তনে কন্ট্রোল রুমে প্রিসাইডিং কর্মকর্তা কেন্দ্রটির লিখিত ফলাফল জমা দেন। ওই তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়। কিন্তু ২০ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গেজেটে দেখা যায় শাহীন মিয়া নামের একজন ওই ওয়ার্ডে বিজয়ী হয়েছেন। অথচ শাহীন মিয়া মোরগ প্রতীক নিয়ে পেয়েছিলেন সর্বনি¤œ ১৯৪ ভোট।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা ধর্মপাশা সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা রুবেল মিয়া বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া ফলাফল সিটে ভুল করে শাহীন মিয়ার নাম ও তাঁর প্রতীক লেখা হয়েছিল। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’
সেলবরষ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, ‘টিটু মিয়া বিজয়ী হয়েছে। তাই তাকে গেজেটে অন্তর্ভুক্ত করতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
Leave a Reply