জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে ধারাবাহিকভাবে পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। তারই জের ধরে কিমের সব থেকে বড় পরমাণু অস্ত্র পরীক্ষার কিছুদিন পরে পরীক্ষার স্থান থেকে কিছু দূরে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার গভীর রাতে ২.৯ তীব্রতায় ভূকম্পন অনুভূত হয়। তবে এই কম্পন ম্যানমেড নয় বলে মনে করছেন দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা।
এ ব্যাপারে ইউএস জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্প স্থানীয় সময়ানুসারে রাত ১.৪১মিনিট নাগাদ পাঁচ কিলোমিটার গভীরতায় হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল পিয়ংইয়ং-এর পরমাণু অস্ত্র পরীক্ষার স্থলের উত্তর দিকে বলে জানা গেছে।
মার্কিন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি ভূমিকম্প বলেই মনে হচ্ছে। যদিও নিশ্চিতরূপে তা বলা যাচ্ছে না এখনই। তবে দক্ষিণ কোরিয়ার মতে এটি প্রাকৃতিক একটি ঘটনা।
এই ভূমিকম্পে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই এলাকাতেই তিন সপ্তাহ আগে ৩.৫ তীব্রতায় ভূমিকম্প হয়েছিল।