আয়াতের অর্থ : ‘নগরবাসী উল্লসিত হয়ে উপস্থিত হলো, সে বলল, তারা আমার অতিথি, সুতরাং তোমরা আমাকে অসম্মান কোরো না। তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে হেয় কোরো না। তারা বলল, আমরা কি দুনিয়াসুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করিনি? লুত বলল, একান্তই যদি তোমরা কিছু করতে চাও, তবে আমার এই কন্যারা আছে।…তা তো লোক চলাচলের পথিপার্শ্বে এখনো বিদ্যমান।
অবশ্যই এতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন। (সুরা : হিজর, আয়াত : ৬৭-৭৭)
আয়াতগুলোতে বিকৃত যৌনতায় লিপ্ত একটি জাতিকে ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে।
শিক্ষা ও বিধান
১. পাপ কাজ ও তার সুযোগে পাপীরা আনন্দিত হয়। তবে এমন আনন্দে ব্যক্তির অন্তর মরে যায়।
২. মুমিন অতিথির সম্মানকে নিজের সম্মান মনে করবে, যদি না অতিথি পাপাচারী হয়। এ জন্য লুত (আ.) বলেছিলেন, ‘এরা আমার অতিথি। আমাকে অসম্মান কোরো না।
৩. আল্লাহভীতিকে তাকওয়া বলার কারণ হলো, তা ব্যক্তি ও জাহান্নামের মধ্যে ‘ওকায়াহ’ বা প্রতিবন্ধকস্বরূপ।
৪. তাকওয়ার মূল কথা হলো তুমি এমন কিছু কোরো না যাতে আল্লাহ ক্ষুব্ধ হন এবং তোমাকে জাহান্নামে দেন।
৫. পাপ নেশা ও মোহের মতো। ফলে পাপে মত্ত মানুষ ভালো কথা শুনতে চায় না এবং ভালো-মন্দের পার্থক্য করতে পারে না। (তাফসিরে শারভি, পৃষ্ঠা-৭৭৩৮)
সৌজন্যে কালের কণ্ঠ