৩. জাহান্নামের কোনো কিছু জান্নাত ও জান্নাতিদের স্পর্শ করতে পারবে না। এমনকি জাহান্নামের ছাইও নয়।
আয়াতের অর্থ : ‘যারা মঙ্গলকর কাজ করে তাদের জন্য আছে মঙ্গল এবং আরো অধিক। কালিমা ও হীনতা তাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করবে না। তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল অনুরূপ মন্দ এবং তাদেরকে হীনতা আচ্ছন্ন করবে, আল্লাহ থেকে তাদেরকে রক্ষা করার কেউ নেই; তাদের মুখমণ্ডল যেন রাতের অন্ধকার আস্তরণে আচ্ছাদিত।
তারা জাহান্নামের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে।’
(সুরা : ইউনুস, আয়াত : ২৬-২৭)
আয়াতদ্বয়ে ইবাদতের পুরস্কার ও পাপের শাস্তি বর্ণনা করা হয়েছে।
শিক্ষা ও বিধান
১. সৃষ্টিজগতের উপকার হয় এবং আল্লাহ খুশি হন—এমন সব কাজই মঙ্গলজনক। এর বিনিময়ে আল্লাহর কাছে সওয়াব আশা করা যায়।
৩. জাহান্নামের কোনো কিছু জান্নাত ও জান্নাতিদের স্পর্শ করতে পারবে না। এমনকি জাহান্নামের ছাইও নয়।
৪. আল্লাহ অসন্তুষ্ট হন এমন সব কাজই পাপ ও অমঙ্গলজনক। নিকৃষ্টতম পাপ আল্লাহর সঙ্গে শরিক করা।
৫. মানুষের চেহারায় পাপ ও পুণ্যের প্রভাব প্রকাশ পায়। এ জন্য অপরাধের পর অপরাধীরা নিজেকে আড়াল করার চেষ্টা করে। (জাদুল মাসির : ৪/২৪)
সৌজন্যে কালের কণ্ঠ