Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পবিত্র আশুরার মিছিলের প্রস্তুতিকালে বোমা বিস্ফোরনে নিহত ১

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিকারে রাজধানীর পুরান ঢাকার হোসনী দালানের সামনে পরপর তিনটি বোমা বিস্ফোরণে সানজু (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশুরা উপলক্ষে হোসনী দালানের সামনে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাচালে হামলার এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল হাসপাতালে ১১ জন ও মিটফোর্ড হাসপাতালে ৩২ জনকে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, আহতদের মধ্যে সানজু রাত ৩টার দিকে মারা যান। অন্যদিকে জামাল (৫৫) নামে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের চিকিৎসা চলছে।

ঘটনার পরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Exit mobile version