আয়াতের অর্থ : ‘বলো, হে মানুষ! আমি তোমাদের সবার জন্য রাসুল, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী। তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তিনিই জীবিত করেন ও মৃত্যু ঘটান। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তাঁর বার্তাবাহক উম্মি নবীর প্রতি।
যে আল্লাহ ও তাঁর বাণীতে ঈমান আনে এবং তোমরা তাঁর অনুসরণ করো, যাতে তোমরা সঠিক পথ পাও।…যারা অন্যকে ন্যায়ভাবে পথ দেখায় ও সেই মতেই বিচার করে।’ (সুরা : আরাফ, আয়াত : ১৫৮-১৫৯)
আয়াতদ্বয়ে মহানবী (সা.)-এর বৈশ্বিক মর্যাদার বর্ণনা দেওয়া হয়েছে।
শিক্ষা ও বিধান
১. রাসুলুল্লাহ (সা.)-এর বিশেষ মর্যাদা হলো, আল্লাহ তাঁকে সমগ্র মানবজাতির জন্য প্রেরণ করেছেন।
৩. যুগে যুগে আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের ইসলাম গ্রহণ রাসুলে আকরাম (সা.)-এর নবুয়ত সত্য হওয়ার অন্যতম প্রমাণ। (তাফসিরে ইবনে কাসির : ৪/২৯৫)
৪. আল্লাহ তাআলা মহানবী (সা.)-এর মতো তাঁর উম্মতকেও পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছেন।
৫. মিরাজের রাতে সমবেত নবী-রাসুলগণ মহানবী (সা.)-এর প্রতি ঈমান গ্রহণ করেন এবং তাঁকে সালাম প্রদান করেন।