আয়াতের অর্থ : ‘বলো, হে মানুষ! আমি তোমাদের সবার জন্য রাসুল, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী। তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তিনিই জীবিত করেন ও মৃত্যু ঘটান। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তাঁর বার্তাবাহক উম্মি নবীর প্রতি।
যে আল্লাহ ও তাঁর বাণীতে ঈমান আনে এবং তোমরা তাঁর অনুসরণ করো, যাতে তোমরা সঠিক পথ পাও।…যারা অন্যকে ন্যায়ভাবে পথ দেখায় ও সেই মতেই বিচার করে।’ (সুরা : আরাফ, আয়াত : ১৫৮-১৫৯)
আয়াতদ্বয়ে মহানবী (সা.)-এর বৈশ্বিক মর্যাদার বর্ণনা দেওয়া হয়েছে।
শিক্ষা ও বিধান
১. রাসুলুল্লাহ (সা.)-এর বিশেষ মর্যাদা হলো, আল্লাহ তাঁকে সমগ্র মানবজাতির জন্য প্রেরণ করেছেন।