আমিনুল হক ওয়েছ:: সান্ডাল্যান্ড বাংলাদেশী কমিউনিটি সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগ, সান্ডারল্যান্ড শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সান্ডারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি অালহাজ সৈয়দ মনজুরুল হক তালহা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম সম্পাদক সৈয়দ রোহেল।অতিথি হিসাবে উপস্তিত ছিলেন,সাউথশীল্ডস আওয়ামীলীগ সভাপতি জাবিছ আহমদ জিম্মাদার,,নর্থইষ্ট আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম,নিউক্যাসল আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ফয়েজ উদ্দিন,সাউথশীল্ডস আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম,সাউথশীল্ডস ওলামা লীগের সভাপতি মোঃ আকিকুর রহমান, সাউথশীল্ডস জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ ময়নুল ইসলাম, সান্ডারল্যান্ড আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ ইকবাল হোসেন তালুকদার,ও সৈয়দ জাকির হোসেন, সাউথশীল্ডস আওয়ামীলীগের, সাধারণ সম্পাদক মোঃ মকসুদ কোরেশী, সাউথশীল্ডস ওলামালীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুরব রুবেল, জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ তাহের আলী, নর্থইষ্ট আওয়ামীলীগের অর্থ সম্পাদক মোঃ হাসনু মিয়া তালুকদার, অস্ট্রিয়া আওয়ামীলীগের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক মোঃ ছানাউল্লা ছানা ।
বক্তব্য রাখেন, ওমর মেহদী রুনু, সৈয়দ আবু মুছা আহসান, সৈয়দ সিহাব অাহমদ, , ইমাম হোসেন টিপু, মোঃ এখলাছুর রহমান জিম্মাদার, মোঃ সুহেল আহমদ ভঁইয়া, মোঃ তুহেল আহমদ, সৈয়দ মাছুম আহমদ, মোঃ নুরুল, শেখ ফরহাদ প্রমুখ।