স্টাফ রিপোর্টার:: আওয়ামীলীগ কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল বলেছেন, শেখ হাসিনার সরকার সংখ্যালঘুদের নিরাপত্তায় পাহারাদারের ভূমিকায় কাজ করছে। তাই আওয়ামীলীগ ও নৌকা ব্যতিত এদেশের সংখ্যালঘুদের ভোট দেয়ার জায়গা নেই। তাই ভূল না করে নিজেদের অধিকার ও স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে আগামী ৩০ ডিসেম্বর শেখ হাসিনার প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি বলেন,দেশে এখন দু’টি ধারা বিদ্যমান। শেখ হাসিনার নের্তৃত্বে দেশের উন্নতি অগ্রগতি ও উন্নয়ন হচ্ছে। অপরদিকে খালেদা জিয়ার নের্তৃত্বে জ্বালাও পোড়ায়ের মাধ্যমে ধ্বংসাত্বক কার্যক্রলাপ চলছে। আমাদেরকে স্বাধীনতার চেতনা ও :ধর্মীয় মুল্যবোধকে সমুন্নত রাখতে নৌকায় ভোটদিয়ে আওয়ামীলীগ ও উন্নয়নকে এগিয়ে নিতে হবে। তিনি গতকাল জগন্নাথপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদেও সাধারণ সম্পাদক প্রণব কুমার বণিক, এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সহসম্পাদক আজিজুস সামাদ ডন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, সাবেক সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান হারুণ রাশীদ, আওয়ামীলীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুন নুর,আওয়ামীলীগ নেতা মিন্টুর ঞ্জন ধর, ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব প্রমুখ।
Leave a Reply