বিশেষ প্রতিনিধি – সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ রোববার জানা যাবে সুনামগঞ্জ- ৩ জগন্নাথপুর -শান্তিগঞ্জ) আসনে কে হচ্ছেন নৌকার মাঝি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে আওয়ামী লীগের ৫ নেতা দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। গত কয়েক দিন ধরে তাদের সমর্থকদের মধ্যেও রয়েছে টান টান উদ্দীপনা। বিশেষ করে এ আসনের বর্তমান সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন সমর্থকদের মধ্যে রুদ্ধশ্বাস উদ্দীপনা চলছে। দুই নেতার সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীর দলীয় মনোনয়ন নিশ্চিতের আশায় মসজিদ মন্দিরে প্রার্থনা করছেন।
আওয়ামী লীগের নীতিনির্ধারক নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারাদেশের ৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রায় চুড়ান্ত। রোববার গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন সংগ্রহকারী সকল নেতাদের ডেকেছেন। ওই সভায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার নির্দেশনা দিবেন এবং বিকেলে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। সুনামগঞ্জ-৩ আসনে বর্তমান সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আবারও মনোনয়ন পাওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন। টানা তিন বারের সংসদ সদস্য ও দুই বারের সফল মন্ত্রী হিসেবে তাঁর সুনাম রয়েছে। এছাড়াও তিনি নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করে ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছে। তাই সার্বিক দিক বিবেচনায় তিনি মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি। তাঁর সমর্থকরা শতভাগ আশাবাদী তিনি মনোনয়ন পাবেন।
অপরদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হলেও তিনি মাঠে রয়েছেন।তাঁর কর্মীদের আশা তাকে এবার বঞ্চিত করা না হতে পারে। এছাড়াও তিনি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে টানা দুই বার রয়েছেন। নতুনত্ব আনলে তাঁর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তাঁর সমর্থকদের আশাবাদ।
তবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, বির্তকিন নন এমন মন্ত্রী এমপি দের মনোনয়ন বহাল রয়েছে। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সরকারের সফল মন্ত্রী তাই তাঁর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি।
প্রসঙ্গত সুনামগঞ্জ -৩ আসনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত জাতীয় নেতা আবদুস সামাদ আজাদ তনয় আজিজুস সামাদ ডন,এ আসনের প্রথম সংসদ সদস্য প্রয়াত আবদুর রইছের পুত্র জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল কবির রুমেম,যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সদস্য আশরাফুল ইসলাম মনোনয়ন সংগ্রহ করেছেন।