স্টাফ রিপোর্টার- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কে স্বাগত জানিয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দুপক্ষের পৃথক আনন্দ মিছিল নৌকা নৌকা ধ্বনিতে একাকার হয়ে যাওয়ার ঘটনা ঘটে। রাত সাড়ে সাতটায় জগন্নাথপুর পৌর পয়েন্টে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদশী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর নেতৃত্বে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় বক্তব্য চলছিল। এসময় আওয়ামী লীগের অপর অংশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি দাবিদার মিজানুর রশীদ ভূঁইয়ার নেতৃত্বে আরেকটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের অপর অংশের সভার কাছে চলে যায়। এসময়,দুপক্ষের নেতাকর্মীরা নৌকা নৌকা ধ্বনিতে আওয়াজ তুলেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আওয়ামী লীগের দুই পক্ষের লোকজন নৌকা প্রতীকের সমর্থনে আওয়াজ দেন। পরে আওয়ামী লীগের এক অংশ তাদের সভা শেষ করে চলে গেলে অপর অংশ সভা শুরু করে। সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমেদ মুক্তার পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোতাহির আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পীর ছালিক আহমেদ ডন প্রমুখএঘটনার একজন প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ থাকলেও নৌকার পক্ষে তাঁরা ঐক্যবদ্ধ হতে পারেন এটা প্রমাণ করেছেন।তিনি বলেন,এক পক্ষের সভায় আরেক পক্ষ এসে মিশে গিয়ে কোন ধরনের ঝগড়া বিবাদ ছাড়া নৌকা নৌকা ধ্বনিতে একাকার হয়ে যাওয়ার ঘটনা বিরল।