জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
কক্সবাজারের ইনানীতে রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে ৬০ জনের অধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটির এক মুখপাত্র আজ শুক্রবার জানান, নৌকাডুবির ঘটনায় ২৩ রোহিঙ্গার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া আরো ৪০ জন নিখোঁজ রয়েছে। তারা হয়তো মারা গেছে। এ ঘটনায় মোট মৃতের সংখ্যা ৬০ জন হতে পারে। তিনি আরও বলেন, ওই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এক রোহিঙ্গা জানিয়েছেন, তাদের বহনকারী ওই নৌকায় ৫০ শিশুসহ প্রায় ৮০ জন রোহিঙ্গা ছিল। তারা সবাই সহিংসতার শিকার হয়ে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসছিল। কিন্তু সমুদ্রে পানির প্রচ- তোড়ের মুখে পড়ে নৌকাটি উল্টে যায়।
সূত্র: দ্য গার্ডিয়ান
Leave a Reply