Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নৌকায় ভোট দিয়ে পূন্যভূমি সৈয়দপুর শাহারপাড়ার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন- কামরান

স্টাফ রিপোর্টার :: বৃষ্টি উপেক্ষা করে খন্ড খন্ড মিছিল নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নেতাকর্মীরা নৌকা নৌকা ধ্বনিতে মুখরিত করে তুলে সৈয়দপুর বাজার। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসানের নৌকা নৌকা প্রতিকের সমর্থনে ইউনিয়ন আওয়ামীলীগঅঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে স্থানীয় সৈয়দপুর বাজারে বুধবার সন্ধ্যায় আয়োজিত নির্বাচনী সভার দৃশ্য এটি। নির্বাচনী সভায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামীলীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করে পূন্যভূমি সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এই ইউনিয়নের উন্নয়নের ধারা ও সন্মান অক্ষুন্ন রাখতে সৎ যোগ্য ও ন্যায় পরায়ন প্রার্থী হিসেবে আবুল হাসানকে নির্বাচিত করলে আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এ ইউনিয়নের উন্নয়নের দায়িত্ব নিবেন। সভায় চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসান বলেন, আমি গত ৫ বছর আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালনে ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে নৌকায় ভোট প্রার্থনা করছি। হাসান সবার সহযোগীতায় একটি মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ শ্রম বিষয়ক সম্পাদক শেফুল আমীনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল মনাফ, সিলেট মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আব্দুল হাসিব, উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ ছাব্বির আহমদ ছাবির, সিলেট মহানগর যুবলীগের সাবেক সভাপতি সৈয়দ শামীম আহমদ, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন হাফিজ সৈয়দ শামীম আহমদ প্রমুখ।

Exit mobile version