Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নৌকায় ভোট দিন ৪ জুন রানীগঞ্জে নির্বাচন হবে -ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেছেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়ীত রানীগঞ্জের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার মুল্যবোধ রক্ষায় উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করে রানীগঞ্জের ্ঐতিহ্যকে অক্ষুন্ন রাখতে কাজ করবেন বলে বিশ্বাস করি। তিনি বলেন,৭১ সালে দেশের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম নিয়ে যখন সড়ষন্ত্র শুরু হয়েছিল তখন রানীগঞ্জের মুক্তিকামী মানুষ জীবনদিয়ে দেশের বিরুদ্ধে সকল সড়ষন্ত্র প্রতিহত করেছে। এখন জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে যখন মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা হয়েছে ঠিক সেই সময় একটি কুচক্রি মহল রানীগঞ্জবাসীর ভোটের অধিকার কেড়ে নেয়ার চক্রান্ত করেছিল। আমরা আপনাদের পক্ষে আইনি লড়াই চালিয়ে ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। আশা করি ৪ জুন রানীগঞ্জে নির্বাচন হবে। তিনি রানীগঞ্জবাসীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রানাকে রানীগঞ্জের রাজা বানিয়ে শেখ হাসিনার সরকারের উন্নয়নকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। তিনি বুধবার আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম রানার নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা সভাপতি আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাত, প্রবাসী আওয়ামীলীগ নেতা আকমল খান, এডভোকেট আব্দুল ওয়াদুদ,
IMG_20160601_202437উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামীলীগ সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সদস্য আনফর উল্যাহ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু তাহের মজনু, মন্তোষ দে,উপজেলা যুবলীগ নেতা সালেহ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠু, মাহমুদুল হাসান হিবলু,রাশিদ আহমদ মুরাদ প্রমুখ। উল্লেখ্য গত ২৮ মে পঞ্চমধাপে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নসহ সাতটি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। মনোনয়নপত্র দাখিলকরে প্রার্থীরা প্রচারনায় নামলে ২৬ মে রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের দায়েরকরা রিট মামলার প্রেক্ষিতে আদালত তিন মাসের জন্য নির্বাচন স্থগিতাদেশ দেন। পরে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম রানার পক্ষে রিটের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল শুনানীতে অংশ নেন ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন ও ব্যারিষ্টার ফারজানা শীলা। রাষ্টপক্ষে অ্যার্টনী জেনারেল ছিলেন মাহবুবে আলম। বিবাদী পক্ষে ব্যারিষ্টার আমিনুল ইসলাম ছিলেন। শুনানী শেষে আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত নির্বাচন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।

Exit mobile version