স্টাফ রিপোর্টার:: সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। তাই উন্নয়নের প্রয়োজনে সবাইকে নৌকার পক্ষে ভোট দিতে হবে। তিনি বলেন, এই এলাকার জনগন প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ ও এই ইউনিয়নের সন্তান প্রয়াত আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্দুর রইছকে নৌকায় ভোট দিয়ে বার বার নির্বাচিত করেছেন। সেই ধারাবাহিকতায় ২৮ মে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে সকল দ্বিধাদ্বন্ধ ভুলে বিজয়ী করার মাধ্যমে উন্নয়নের পক্ষে রায় দিতে হবে।
পাটলী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আঙ্গুর মিয়ার নৌকা প্রতীকের সমর্থনে এক নির্বাচনী সভা রসুলগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল মনাফ, সিলেট সিটি কপোরেশনের কাউন্সিলর মহানগর আওয়ামীলীগ শিক্ষা ও পাঠচক্র সম্পাাদক আজাদুর রহমান আজাদ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা আওয়ামীলীগ নেতা মাহবুবুল হক শেরিন, পৌর আওয়ামীলীগ নেতা কাউন্সিলর আবাব মিয়া, মহাননগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, রামপাশা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট আলমগীর হোসেন, টুলটিকর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন, মহানগর যুবলীগের নেতা সুবেদুর রহমান মুন্না, উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য গবেষনা সম্পাদক মাষ্টার শাহ সুফি মিয়া, আওয়ামীলীগ নেতা সুলতান মিয়া মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক ছালিক আহমদ ডন, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা জামাল বক্স, ইউনিয়ন যুবলীগ নেতা আবু জিলানী আবু, ফজলু মিয়া, তাজ উদ্দিন লিটন, ছাত্রলীগ নেতা রুমেন আহমদ, আব্দুল মুকিত,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইসলাম উদ্দিন জসিম, সেক্রেটারী মুজাহিদুল ইসলাম প্রমুখ সভায় কামরানের বক্তব্যে নৌকার পালে হাওয়া লাগে বলে দলের নেতাকর্মীরা দাবি করেন।