স্টাফ রিপোর্টার::
নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেন সমর আলী (৪০)। প্রতিযোগিতা শেষে বাড়ি ফিরেই হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (০৫ আগস্ট) বিকেল ৫টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর (আলখালাপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, দুপুর ২টার দিকে জগন্নাথপুর পৌরসভার আলখালাপার এলাকায় নলজুর নদীতে স্থানীয়দের উদ্যোগে মিনি নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় একটি নৌকায় পাইক (বাইচা) হিসেবে অংশ নেন ইসলামপুর গ্রামের তৌরিছ আলীর ছেলে সমর আলী। প্রতিযোগিতায় তার নৌকা হেরে যায়।
নৌকাবাইচ উৎসব শেষে বিকেল ৫টার দিকে বাড়ি ফিরেই জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে স্বজনরা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আরা আশা জানান, রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।