জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
মদ কেনার টাকা না দেয়ায় স্ত্রী ও সন্তানকে পুড়িয়ে মারলেন এক ব্যক্তি। বুধবার রাতে ভারতের মালদাহর বুলবুলচণ্ডীর হাবীবপুরে এ ঘটনা ঘটেছে।
শিবু সিং নামের অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
বুধবার রাতে স্ত্রী ও দেড় বছরের ছেলের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। মদ খাওয়ার টাকা না দেয়ায় রেগে গিয়ে শিবু এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
গুরুতর দগ্ধ অবস্থায় সোনালি সিং ও তার ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
স্থানীয়রা জানিয়েছেন, তিন বছর আগে সোনালির সঙ্গে বিয়ে হয় শিবুর। নিয়মিত মদ পান করে বাড়ি ফিরত সে। এ নিয়ে সংসারে নিত্য অশান্তি লেগেই থাকত।