জগন্নাথপুর২৪ ডেস্ক::
নেদারল্যান্ডসের উট্রেখট শহরে একটি যাত্রীবাহী ট্রামে বন্দুকধারীর গুলিতে একজন মারা গেছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসির এটিকে ‘সম্ভাব্য সন্ত্রাসী হামলা’ বলছে আইন-শৃঙ্খলা বাহিনী।
পুলিশ গোলাগুলির স্থানটি ঘিরে রেখেছেন। এছাড়া ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সও দেখা গেছে।
পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ঘটনার পর একটি গাড়িতে করে সন্দেহভাজন বন্দুকধারী পালিয়ে গেছে।
জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
সৌজন্যে সমকাল