1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নেইমারদের ব্যর্থতার দায় রেফারির ঘাড়ে! - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে গাছের ডালে ঝুলে ছিল যুবকের মরদেহ জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড ওয়ালটনের বর্ষসেরা পুরস্কার পেল জগন্নাথপুরের পপুলার ইলেকট্রনিক্স জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় যা আছে কবরের যে বিষয়কে সাহাবিরা বেশি ভয় করতেন জুলাই ঘোষণা ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে: প্রধান উপদেষ্টা ১৭ বছর পর কারামুক্ত হলেন বাবর শান্তিগঞ্জে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ গাজায় যুদ্ধবিরতির উদ্‌যাপনের মধ্যেই ইসরায়েলের হামলা, নিহত ৩

নেইমারদের ব্যর্থতার দায় রেফারির ঘাড়ে!

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪০৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::জিয়ানলুকা রচ্চির রাতটা এমনিতেই ভালো যায়নি। নেইমারের এক শট এসে মুখে লেগেছিল এই ইতালিয়ান রেফারির। এর ওপর আবার তাঁর বিরুদ্ধে বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ। একদমই ভালো লাগার কথা না!

উনাই এমেরির রাতটাও ভালো কাটেনি। এ নিয়ে ১১তমবারের মতো বার্নাব্যুতে এলেন, কোনোবারই জয় নিয়ে ফিরতে পারলেন না। নিজের সবচেয়ে শক্তিশালী দলটা নিয়ে এসেও দশম পরাজয় নিয়ে ফ্রান্সে ফিরতে হচ্ছে। ৩-১ ব্যবধানে হারের জন্য অবশ্য অজুহাত খুঁজে পেয়েছেন এমেরি। বাজে রেফারিংই নাকি তাঁকে হারিয়ে দিয়েছে এবার, ‘তাঁর সিদ্ধান্তগুলো বিতর্কিত ছিল। আমরা যখন ভালো খেলছিলাম, তখনই প্রশ্নবিদ্ধ এক সিদ্ধান্তে (পেনাল্টি) থেকে ওরা ম্যাচে ফেরার শক্তি খুঁজে পেল। রেফারি আমাদের কোনো সাহায্যই করেনি। যখন ম্যাচ আবার আমাদের নিয়ন্ত্রণে, তখন ওরা ২-১ করে ফেলল। কিন্তু সম্ভবত একটা ফাউল হয়েছিল গোলের আগে। এরপর তো তৃতীয় গোল হলো।’

রিপ্লে দেখলে এমেরি নিজেই তাঁর অভিযোগগুলো অজুহাত বলে মেনে নেবেন। ৪৫ মিনিটে ডি-বক্সের মধ্যে ক্রুসকে পেছন থেকে হাত দিয়ে আটকে ফেলেন লো চেলসো। ক্রুস চাইলে হয়তো এগিয়ে যেতে পারতেন, কিন্তু পরিষ্কার ফাউল এবং সে সঙ্গে পেনাল্টি পাওয়ার সুযোগ কেই-বা হাতছাড়া করতে চায়! বিভিন্ন ওয়েবসাইটের বিশেষজ্ঞ ও সাবেক রেফারিরা একে সঠিক সিদ্ধান্ত বলেই মানছেন। এবং ৮৩ মিনিটে যে ফাউলের কথা বলছেন এমেরি, সেটাও ভুল। রিপ্লেতে দেখা গেছে, রোনালদোকে আসতে দেখে ডাইভ দেন কিমপেম্বে। রেফারি সরাসরি সামনে থাকায় বোকা বনেননি। এর কিছুক্ষণ পরেই এসেনসিওর ক্রস থেকে দ্বিতীয় গোল করেন রোনালদো।

এমেরি অবশ্য শুধু রিয়ালের গোলই নয়, পিএসজির একটি পেনাল্টি না পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন, ‘আমরা ভালো খেলেছি। এ ফল আমাদের প্রাপ্য নয়। রামোসের হাতে একবার বলও লেগেছিল।’ ৫৪ মিনিটে আদ্রিয়ান রাবিয়োতের শট ডি-বক্সে রামোসের বাহুতে লেগেছিল। কিন্তু রামোসের হাত শরীরের সঙ্গে লেগে থাকায় এবং রামোস ইচ্ছাকৃতভাবে বল ছোঁয়ার কোনো চেষ্টা না করায় পেনাল্টি দেওয়া হয়নি। এমেরি অবশ্য ঘটনা না দেখেই পেনাল্টি দাবি করেছেন, ‘আমি দেখিনি সেটা। কিন্তু যদি হাত লাগে, রেফারির উচিত ছিল বাঁশি বাজানো! আমাদের এ ফল প্রাপ্য নয়।’

ম্যাচের গতি-প্রকৃতি অনুযায়ী ৩-১ ব্যবধান সঠিক গল্প বলছে না। তবে এমেরির বাজে রেফারিংয়ের অভিযোগও সম্ভবত ধোপে টিকছে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com