জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::ঔষধ প্রশাসন অধিদপ্তর বলেছে, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত তিন ধরনের ৫১টি ওষুধ যে দোকানে পাওয়া যাবে, সেটি বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিবন্ধনও বাতিল করে দেওয়া হবে।
আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে অধিদপ্তরের মহাপরিচালক মোস্তাফিজুর রহমান তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। এ সময় নিষিদ্ধ ঘোষিত এসব ওষুধ এক ধরনের প্যারাসিটামল বলেও জানান তিনি।